বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
অ্যাকপেট ইন্টারন্যাশনালের সহায়তায় উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্টের (এসিডি) আয়োজনে চিলড্রেন নো বেটার-মেকিং চাইল্ড পার্টিসিপেশন দ্য কী টু ইমপ্রুভিং ইফেকটিভনেস অব অ্যাকশন এগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় মোহনপুর উপজেলা হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, শিশুদেও প্রতি আমাদের সকলের সংবেদনশীল আচরণ করতে হবে, যার ফলে একটি সুন্দর ভবিষ্যত বিনির্মাণে ভূমিকা রাখা সম্ভব হয়। শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যত একটি সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে স্ব স্ব ভূমিকা পালনের আহ্বান জানান।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সভার শুরুতে প্রোগ্রাম অফিসার আতিয়া তানসিমা এসিডি পরিচয় পর্ব পরিচালনা করেন।
এসিডি প্রোগ্রাম ম্যানেজার মনিরুল ইসলাম পায়েল, এসিডির কার্যক্রমের উপর ভিত্তি করে তথ্য চিত্র উপস্থাপন করার পাশাপাশি প্রকল্প সমন্বয়কারী আলী আহমেদ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম সমূহ অংশগ্রহণকারীদের কাছে তুলে ধরেন। সভায় বিভিন্ন সরকারী ও বেসরকারি অংশীজন, শিক্ষক, ধর্মীয় নেতা, ইউপি সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, শিশু নেতা ও অভিভাবক প্রতিনিধি উপস্থিত ছিলেন।