মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
মোহনপুর প্রতিনিধি:
মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কাপপিরিচ প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আলমোমিন শাহ গাবরুর নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ মে) বিকেলে মোহনপুর সরকারী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় মোহনপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুস সালামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন চেয়াম্যান প্রার্থী আল মোমিন শাহ গাবরু।
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, বাগমারা উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, তানোর উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান ময়না হায়দার, মোহনপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুরশেদ আলম এবং স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হুমায়ন কবিরসহ অনেকে। জনসভায় হাজারো মানুষের উপস্থিততে উপজেলার সকল পর্যায়ের ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন প্রার্থী আল মোমিন শাহ।