সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
মোহনপুর প্রতিনিধি :
মোহনপুরে কারিগরী শিক্ষায় তৃতীয় বারের মতো এবছরও এসএসসি পরিক্ষায় বেলনা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট তৃতীয়বারের মতো শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।
এবছর মোট ৩৬জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে সকলেই পাস করেছে। সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, এর আগে এ প্রতিষ্ঠানটি ২০২১ সালে এবং ২০২৩ সালে শতভাগ পাসের গৌরব অর্জন করে।
এছাড়াও কেশরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের কারিগরী শিক্ষায় ২৩জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে ২জন জিপি-৫সহ শতভাগ পাস করেছে।
উল্লেক্ষ, কেশরহাট বালিকা উচ্চবিদ্যালয় এবছর কারিগরী শিক্ষায় মোহনপুরে সাফল্যের শীর্ষে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।