রবিবার, ২২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
মোহনপুর প্রতিনিধি:
মোহনপুরে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণপ্রদানসহ চারা গাছ বিতরণ করা হয়েছে। সোমবার (২০ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের (পবা-মোহনপুর) সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ।
এসময় তিনি তার বক্তব্যে বলেন এ কর্মসূচি মাধ্যমে বেকার যুবকদেরে কর্মসংস্থান ও কর্মমুখী করতে সরকারের প্রয়াস। এসব অর্থ সুষ্ঠ ভাবে কাজে লাগিয়ে আগামী দিনে তারা বড় উদ্যোক্তা হতে পারেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ হরিদাস মন্ডলসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।