শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
মোহনপুর প্রতিনিধি
মোহনপুর উপজেলা শিয়ালকোলা গ্রামে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষে তিন ভাই আহত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে এ সংঘর্ষের ঘটনায় কাউসার নামের একজন আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শিয়ালকোলা গ্রামের কানাই মন্ডলের ছেলে নওশাদ মন্ডল দুই ছেলে কামাল হোসেন ও বকুল হোসেন মিলে কানাই মন্ডলের অন্য ছেলে কাউসার, এরফান ও এন্তাজের উপরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে।পুকুরের জমি ভাগবাটোয়ারা কেন্দ্রিক দ্বন্দ্বের জেরে সংঘর্ষ বলে জানিয়েছে স্থানীয়রা।
এদিকে মারধর করেই খ্যান্ত হননি নওশাদ ও তার ছেলেরা। তারা মেরে আহত করে উল্টো নিজেরায় মোহনপুর মেডিকেলে ভর্তি হয়ে পুলিশের কাছে মিথ্যা অভিযোগ দেয়ার চেষ্টা চালায়। তদন্ত শেষে পুলিশ থানা এলাকা থেকে নওশাদের ছেলে কামাল হোসেনকে আটক করে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান জানান, শিয়ালকোলা গ্রামের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এঘটনায় একজনকে আটক করা হয়েছে।