রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
মোহনপুর প্রতিনিধি
মোহনপুরে কেশরহাট-ভবানীগঞ্জ সড়কের মরগা বিলের বারুই পুকুর নামক স্থানে মোটা চাকার চার্জার ভ্যান নিয়ন্ত্রণ হায়িয়ে ডোবায় পড়ে চালক নিহত হয়েছেন। নিহতের নাম আরাফাত হোসেন (২২)। তিনি কেশরহাট পৌরসভার সাঁকোয়া মহল্লার হারুনের ছেলে।
শুক্রবার (১ নভেম্বর) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আরাফাতের দুই বন্ধু সাঁকোয়া গ্রামের আহাদ (২৬) এবং গোপইল গ্রামের সাগর (২২) গুরুতর আহত হন। তারা কয়েকজন মিলে চার্জার ভ্যানটি ট্রায়াল করছিলেন বলে স্থানীয়রা জানান।
এসময় হঠাৎ চার্জার ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়কের নিচে চলে যায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরাফাত মারা যান এবং গুরুতর আহত ওই দুই বন্ধুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হান্নান বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।