শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
মোহনপুর প্রতিনিধি
মোহনপুরে সুধীজনদের সাথে নবাগত রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে (১২ নভেম্বর) মোহনপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানার পরিচালনায় আরো উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীমুল ইসলাম মুন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, মোহনপুর গার্লস ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সাবেক ইউপি চেয়ারম্যান কাজেম উদ্দিন, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা শাখার আমীর তানোর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আওয়াল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলার নায়েবে আমীর সাঁকোয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, মোহনপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মফিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী রাজশাহী কলেজের শিক্ষার্থী সোহেল, ঢাকা শহিদ তিতুমীর কলেজের ইতিহাস বিভাগের ছাত্র ফজলে রাব্বি, গণমাধ্যম কর্মীগণ।
অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নানা অনিয়ম-দুর্নীতি, শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক বৈষম্য,সামাজিক নানা বৈষম্য, রাজনৈতিক প্রেক্ষাপট, রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানের শেষে সমাপনী বক্তব্য প্রদান করেন রাজশাহীর নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী এবং অংশগ্রহণকারী ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, গণমাধ্যম কর্মীগণসহ উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার আহব্বান জানান তিনি।