মোহনপুরে ডাচ্ বাংলা এজন্টের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট: মার্চ ২৮, ২০২৩, ১১:১৫ অপরাহ্ণ

মোহনপুর প্রতিনিধি:


মোহনপুরের মৌগাছি বাজার ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট মেসার্স সরকার ফার্মেসীর বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৮ মার্চ) সকালে ভুক্তভোগী গ্রাহকরা টাকার দাবিতে শাখাটির সামনে অবস্থানকরেতালা ঝুলিয়ে দেয়। পুলিশের উপস্থিতিতে পরিবেশ স্বাভাবীক হলেও ফার্মেসী মালিক আরজেদ আলী গা ঢাকা দেন। ভুক্তভোগিদের মতে, গ্রাহকদের টাকা জমাদানের রসিদ, কারেন্ট বিল পরিশোধের রসিদ দেয় হলে কর্তৃপক্ষের নিকট কোনো অর্থ জমা না হওয়াই বিপাকে পড়েন গ্রাহকরা।

অভিযোগ উঠেছে উপজেলার নুড়িয়াপাড়া গ্রামের মোজাহার আলী গত ১৬ মার্চ কৃষি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে মৌগাছি বাজারে অবস্থিত ডাচ্ বাংলা এজেন্ট শাখায় ৫০ হাজার টাকা জমা দেন। পরদিন তিনি সেই টাকা উত্তোলন করতে গেলে তিনি জানতে পারেন তার একাউন্টে কোনো টাকা নেই। এধরণের অভিযোগ তোলেন অশংখ্য গ্রাহকরা।

নাম পরিচয় গোপন রাখার স্বর্তে ডাচ্ বাংলা এজেন্ট রাজশাহী ডিভিশনের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান,বাংলাদেশ ব্যাংকের নিয়মানুসারে সব আউটলেট চলবে। ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং নীতিমালা অনুযায়ী যদি কোন আউটলেট কোন গ্রাহকের সাথে প্রতারণা করে অনিয়ম করে থাকে তাহলে সে নিয়মে অবশ্যই গ্রাহকের টাকা ফেরত দিতে হবে এবং শাস্তির আওতায় আসবে।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, মৌগাছি বাজারে ডাচ্ বাংলা এজেন্ট শাখায় প্রতারিত গ্রাহকদের উপস্থিতির খবর পেয়ে পুলিশ গিয়ে শাখাটি তালাবদ্ধ পায়। এসময় মালিক পক্ষের কেউ ছিলেন না। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ