শনিবার, ২৫ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
মোহনপুর প্রতিনিধি
মোহনপুরে ধর্ষণের সময় ধারণকৃত নগ্ন ছবি ভাইরাল হুমকির ঘটনায় পর্নোগ্রাফি আইনে দায়েরকৃত মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মৌগাছি ইউনিয়নের সীমাগোলা খয়রা গ্রামের সাহেব আলীর ছেলে রনি হোসেন (২৪) আকুবাড়ি গ্রামের এক নারীকে ধর্ষণ ও ধর্ষণের ছবি ধারণ করে। পরবর্তীতে এসব ঘটনা প্রকাশ করলে ধর্ষণের নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে হুমকি প্রদান করে। এঘটনায় ওই নারী গত শনিবার থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করলে পুলিশ রনিকে গ্রেফতার করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, আসামী রনিকে গ্রেফতার করে (গতকাল) রোববার জেলহাজতে পাঠানো হয়েছে। নারীকে উদ্ধার করে ওরান স্টপ ক্রাইাসিস সেন্টারে (ওসিসিতে) পাঠানো হয়।