মোহনপুরে পুকুর খননকারি দুইজনের জেল, ১১টি ব্যটারি নিলামে বিক্রি

আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৩, ৮:৪২ অপরাহ্ণ

মোহনপুর প্রতিনিধি:


মোহনপুর উপজেলার ঢোরসা পাথালিয়া বিলে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর খননের দায়ে দুইজনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোহনপুর উপজেলা নির্বাহি অফিসার আয়শা সিদ্দিকা। দণ্ডপ্রাপ্তরা হলেন মোহনপুর উপজেলার ঢোরসা গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল রানা (৪৫) এবং মৃত আবদুল জলিলের ছেলে রিপন আলী (৩৫)।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে এ দণ্ডাদেশ দেয়া হয়। এসময় পুকুর খনন কাজে ব্যবহৃত এক্সিভেটর মেশিনের ১১টি ব্যটারি, ৪টি বাইক ও ৩টি মোবাইল সেট জব্দ করা হয়। এর মধ্যে ১১টি ব্যটারি উন্মুক্ত নিলামে বিক্রিসহ বাইক এবং মোবাইল সেট থানায় জমা দেয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা যায়।

জানতে চাইলে মোহনপুর উপজেলা নির্বাহি অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি মেজিষ্ট্রেট আয়শা সিদ্দিকা বলেন, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে তিন ফসলি জমিতে পুকুর খনন করার অপরাধে তাদের দণ্ড প্রদান করা হয়েছে। আগামিতেও এধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version