শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
মোহনপুর প্রতিনিধি:
মোহনপুরে খাদ্য ভিত্তিক পুষ্টি সম্পর্কে তিন দিন ব্যাপি মেলা ও ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে (১ সেপ্টেম্বর) বসন্তকেদার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষি বিষয়ক সংগঠন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয় উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ছাদেকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা। এসময় উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ এম. এ. মান্নান, বসন্তকেদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । বিভিন্ন খাদ্যের গুণাগুণ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেয়া হয়।