রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
মোহনপুর প্রতিনিধি
রাজশাহীর মোহনপুরে পোল্টি মুরগির খামারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়ে সিন্দুরী গ্রামের আবদুর গোফুরের ছেলে পোল্টি মুরগির খামারে মালিক আবদুর রউফ বাদী হয়ে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘ ১০ বছর থেকে বাড়ীর পশ্চিম দিকে পোল্টি মুরগির খামার তৈরি করে ব্যবসা করে আসছিল। গত ৩ আগষ্ট রাত দেড়টার দিকে খামারের মুরগিগুলো দেখাশুনা করে বাড়িতে চলে য়ায়। রাতে খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। ওই দিন ভোর আনুমানিক ৫টার দিকে স্থানীয় লোকজনের সোরগোলে ঘুম ভাঙলে গেলে দেখিতে পাই যে কে-বা কাহা তার মুরগির খামারে আগুন দিয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়।
খামার মালিক জানান, এই ঘটনায় কোন মুরগির ক্ষতি হয় নি। কিন্তু পার্শ্বের একটি ফাঁকা খামার আগুনে পুড়ে ক্ষতি হয়েছে আনুমানিক ৫০ হাজার টাকা।
এ বিষয়ে মাহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।