শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
মোহনপুর প্রতিনিধি
‘টেকসই ভবিষ্যৎ গড়ি, সতেরটি লক্ষ্য অর্জন করি’ প্রতিপাদ্যকে গুরুত্ব দিয়ে মোহনপুরে প্রতিবন্ধীদের নিয়ে র্যালি ও আলোচনাসভা শেষে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুস সামাদ। মোহনপুর বুদ্ধিপ্রতিবন্ধী অটিষ্টিক বিদ্যালয়ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহযোগিতায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় প্রায় অর্ধশতাধিক প্রতিবন্ধী ও অটিষ্টিক রোগিরা অংশ নেন। অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়।