সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
মোহনপুর প্রতিনিধি
মোহনপুরের কেশরহাট পৌর ভবন সংলগ্ন সততা ফিড মিলে বয়লার সেফটি ভাল্ব বিস্ফোরণের ঘটনায় চার শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১ টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার কেশরহাট গ্রামের মজিবুর রহমানের ছেলে রাব্বানী (৩৫), রায়ঘাটী গ্রামের মৃত আমির সরদারের ছেলে মনসুর (৫৫), হাটরা গ্রামের আব্দুল গফুরের ছেলে মোখলেছ (৩৬) ও গোছা গ্রামের আউয়াল (৩৮)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সততা ফিড মিলে কাজ চলাকালীন হঠাৎ বয়লারের চিমনি বিস্ফোরিত হয়ে এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে। স্থানীয় ব্যবসায়ীয়া আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। অবশেষে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে দ্রূত মোহনপুর ফায়ার সার্ভিস কর্মীরা এবং বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে পৌঁছায়।
আহতদের মধ্যে রাব্বানীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা যায়।
সততা ফিড মিলের মালিক রাজীব মুঠোফোনে জানান, মিলের স্বাভাবিক কর্যক্রম চলছিলো। হঠাৎ বয়লারে গ্যাসের চাপ বাড়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। আমি ব্যক্তিগত কাজে বাহিরে আছে বলে জানান তিনি।