রবিবার, ২২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
মোহনপুর প্রতিনিধি:
মোহনপুরে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা চত্ত্বরে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবুর অর রশিদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব বাচ্চু রহমান, উপজেলা আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাদের মোল্লা, অধ্যাপক কাজিম উদ্দিনসহ অনেকে।
অন্যদিকে কেশরহাট পৌর বিএনপির উদ্যাগে এ দিবস পালিত হয়েছে। এতে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খুবরর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, বিএনপি হারুন অর রশিদ দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, যুবদলের আহ্বায়ক শাহিন আলম, যুবদল নেতা মোহাম্মদ আলী বাচ্চু প্রমূখ।#