মোহনপুরে ভুটভুটির ধাক্কায় বাইক আরোহী নিহত

আপডেট: জানুয়ারি ২১, ২০২৪, ১:১৫ অপরাহ্ণ


মোহনপুর প্রতিনিধি :


রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুরের ত্রিমোহনী মৌসুমী ফিলিংষ্টেশনের কাছে গরুবাহী ভুটভুটির ধাক্কায় বাইক আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম সামশুল ইসলাম (৬০)। তিনি পবা উপজেলার তালগাছি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। রোববার (২২ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সামশুল ফিলিংস্টেশন থেকে বাড়ি ফেরার পথে সিটির হাটে যাওয়া একটি গরুবাহী ভুটভুটি বাইকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় ভুটভুটি পালিয়ে যায়। তবে খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ