মোহনপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

আপডেট: মে ১৯, ২০২৪, ৯:২৭ অপরাহ্ণ

কর্মশালায় বক্তব্য দেন জেলা প্রশাসক শামীম আহমেদ

মোহনপুর প্রতিনিধি:


মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচন (৩য় ধাপ) উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভোট গ্রহণ কর্মকর্তাদের দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন রাজশাহী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আহমেদ। এসময় তিনি প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের উদ্দ্যেশে বলেন, কোন কিছুর বিনিময়ে আপনারা দায়িত্ব পালন থেকে সরে আসবেন না। সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। না হলে আপনাদেরকেও আইনের আওতায় আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা সরকার অসীম কুমার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কে এইচ এম এরশাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা লুৎফোর রহমান। থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডলসহ অনেকে। সোমবার (২০ মে) মোহনপুর সরকারি উচ্চবিদ্যালয়ে পুলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ