মোহনপুরে মহান একুশে পালিত

আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ৭:১৭ অপরাহ্ণ


মোহনপুর প্রতিনিধি:মোহনপুরে মহান একশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এতে মোহনপুর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মোহনপুর প্রেসক্লাব, কেশরহাট পৌর প্রশাসন, কেশরহাট পৌর আওয়ামী লীগ, কেশরহাট নাগরিক ফোরাম, কেশরাট মহিলা কলেজ, কেশরহাট টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট ইন্সটিটিউট, বেলনা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটসহ বিভিন্ন স্কুল, কলেজ ও রাজনৈতিক সংগঠন অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহি অফিসার আয়শা সিদ্দিকা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, কেশরহাট নাগরিক ফোরামের আহবায়ক অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম সুলতান, কেশরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা প্রমূখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ