মোহনপুরে মাদকাসক্ত ছেলের ছুরিঘাতে বাবা হাসপাতালে

আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৪, ১১:০২ অপরাহ্ণ

মোহনপুর প্রতিনিধি:মোহনপুরে মাদকাসক্ত ছেলের ধারালো ছুরিকাঘাতে বাবা গুরুতর আহত হেেয়ছেন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের আতানারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আতানারায়নপুর ফজলুর মাদকাসক্ত আবদুর রশিদ দুপুর ১২টার দিকে বাবার কাছে নেশার চাহিদা মেটাতে বাবার কাছে টাকার জন্য জুলুম করে। এসময় টাকা দিতে রাজি না হলে বাবাকে ছুরিকাঘাত করে আহত করেন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এসময় উত্তেজিত ছেলে ধরে পুলিশে সোপর্দ করা হয়।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন, পুলিশ অভিযুক্ত আবদুর রশিদকে আটক করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ