মোহনপুরে শহীদ বুদ্ধিজীবী-বিজয় দিবসের প্রস্তুতি সভা

আপডেট: ডিসেম্বর ৩, ২০২৪, ৭:০৯ অপরাহ্ণ

মোহনপুর প্রতিনিধি:


মোহনপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা।

সভায় জাতীয় দিবস দুটি সফল করার লক্ষে উন্মুক্ত আলোচনার মাধ্যমে কমিটি গঠন করা হয়। এছাড়াও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বেলা ১১ টায় আলোচনা সভাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া-প্রার্থনা এবং ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কার্যক্রম শুরু হবে। ১৬ ডিসেম্বর উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, ডাঃ শেখ ইয়াসিন আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত), উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব অর রশিদ, মোহনপুর উপজেলা জামায়াতে আমির অধ্যাপক জিএম আব্দুল আওয়াল, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আবুল কালাম আজাদ, কেশরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, কেশরহাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ