রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
মোহনপুর প্রতিনিধি
রাজশাহীর মোহনপুরে জাতীয় শিক্ষা সপ্তা উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক, প্রতিষ্ঠান ও প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষার্থীরদের মাঝে ক্রেস্ট-সনদপত্র বিতরণ করা হয়েছে। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে কেশরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম। এর আগে তিনি ২০০৩ সালে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
গতকাল মঙ্গলবার মোহনপুর উপজেলার বাকশিমইল উচ্চবিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদী, একাডেমি সুপার ভাইজার আবদুল মতিন, মোহনপুর সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা শাহিন, প্রধান শিক্ষক আবদুল জলিল মোল্লা, শফিকুল ইসলাম, আবদুল আলিম শেখসহ শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রধান, প্রতিযোগিতায় বিজয়ী, ৪৪টি স্কুল, কলেজ ও ১৯টি মাদ্রাসার প্রধানেরা উপস্থিত ছিলেন।