মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
মোহনপুর প্রতিনিধি:
মোহনপুর উপজেলায় সম্প্রতি সড়কে দুর্ঘটনায় মৃত্যুর হার বেড়ে যাওয়ার কারণে সড়কে শৃঙ্খলা ফেরাতে রাস্তায় সক্রিয় থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ।
এ কার্যক্রম আরো গতিশীল করার লক্ষে সোমবার (১১ নভেম্বর) মোহনপুর উপজেলা সদরের গুরুত্বপূর্ণ একাধিক স্থানে বিশেষ ট্রাফিক চেকপোস্টের মাধ্যমে যানবাহনের কাগজ পরীক্ষা করা হয়। এতে নেতৃত্ব দেন যানবাহনের কাগজপত্র তদারকি করেন রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার। এসময় বৈধ যানের সঠিক কাগজ পত্রধারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
ত্রূটিপুর্ণ কাগজধারী এবং বাইকারদের হেলমেট ব্যবহার করা না হলে তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে জরিমানা করা হয় এবং যানবাহন জব্দ করা হয়।
ট্রাফিক চেকপোস্ট পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান, মোহনপুর উপজেলা ট্রাফিক জোন ইনচার্জ (টিআই) রবিউল ইসলাম, টিএএসআই বাবলুর রশিদসহ ট্রাফিক বিভাগসহ থানার একাধিক পুলিশ সদস্য।