মোহনপুরে সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ১৮, ২০২৪, ৭:৩৯ অপরাহ্ণ

মোহনপুর প্রতিনিধি:


মোহনপুরে সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মোহনপুর উপজেলা নির্বাহি অফিসার আয়শা সিদ্দিকা, মোহনপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মওলানা জি এ এম আবদুল আওয়াল, কেশরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, থানার ওসি তদন্ত আছের আলী, রায়ঘাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল গোফুর মৃধা।

এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় সড়কে প্রাণহানী রোধে প্রতিবন্ধকতা, গণসচেতনতা এবং নিরসন বিষয়ক করনীয় সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও প্রধান অতিথি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত করেন। এ আলোচনা ফলপ্রসূ হোক এটায় সকলের প্রত্যাশা।

এ বিভাগের অন্যান্য সংবাদ