মোহনপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট: মার্চ ২০, ২০১৭, ১২:২৫ পূর্বাহ্ণ

মোহনপুর প্রতিনিধি



রাজশাহীর মোহনপুরে তিনমাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার ওয়ারেন্টভুক্ত আসামি মামুনুর রশিদকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আবদুল হান্নানের ছেলে মামুনুর রশিদের (৩০) বিরুদ্ধে তিন মাসের কারাদণ্ড দেন আদালত। ওই সময় থেকে আসামি পলাতক ছিল। রোববার মোহনপুর থানার এসআই গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তিনমাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মামুনুর রশিদকে গ্রেফতার করে।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ