মোহনপুরে সার ও বীজ ডিলারদের সাথে মতবিনিময় সভা

আপডেট: জানুয়ারি ২০, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ণ

মোহনপুর প্রতিনিধি:


রাজশাহীর মোহনপুর উপজেলায় সার ও বীজ ডিলারদের সাথে মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে।

উপজেলায় নির্বিঘ্নে বোরো ধানসহ অন্যান্য রবি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা। সভায় বীজ ও সারের সরবরাহ স্বাভাবিক রাখাসহ সরকার নির্ধারিত মূল্যে কৃষি উপকরণ সার ও বীজ বিক্রয়ের জন্য ডিলারদের পরামর্শ দেওয়া হয়।

এসময় উপজেলা সহকারি কমিশনার ভূমি জোবায়দা সুলতানা, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ এমএ মান্নান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মোস্তফা কামালসহ উপজেলার বিসিআইসি সার, বিএডিসি সার ও বিএডিসি বীজ ডিলাররা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, এবছর উপজেলায় ৭ হাজার ৮০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা বাস্তবায়নের জন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ