সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
মোহনপুর প্রতিনিধি
মোহনপুরে সুবিধাবঞ্চিত শিক্ষাথীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়-সোনার দেশ
রাজশাহী মোহনপুর উপজেলা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উদ্দীপন অফিস কার্যালয়ে সু-চলা প্রকল্পের আওতায় অনুকূল ফাউেেন্ডশনের অর্থায়নে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতি করেন উদ্দীপন শাখা ব্যবস্থাপক ফজলুল হক। প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জেলা পরিষদ সংরক্ষিত-৩ সদস্য ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রাবিয়া খাতুন সীমা। বিশেষ অতিথি ছিলেন অর্থ ব্যবস্থাপক উদ্দীপন রাজশাহী অঞ্চল বেলাল হোসেন, আঞ্চলিক মাইক্রোএন্টার প্রাইজ ব্যবস্থাপক পরিতোষ বিশ্বাস, সমাজ সেবক মিরাজুল ইসলাম মতিন, ইউপি সদস্য ওয়াজেদ আলী মন্ডল, আনজু আরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সাদিকুল ইসলাম স্বপন প্রমুখ।