মোহনপুরে স্কুলছাত্রীকে জিম্মি করে টাকা ছিনতাই

আপডেট: মার্চ ৬, ২০১৭, ১২:১৬ পূর্বাহ্ণ

মোহনপুর প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর উপজেলার বকপাড়া গ্রামে সন্ধ্যার দিকে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে দুই মেয়েকে (স্কুল ছাত্রী) জিম্মি করে ৭৫ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ব্যবসায়ী রাজিব খান বাদী হয়ে দুইজনের নামসহ অজ্ঞাতনামা আসামি করে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বকপাড়া গ্রামের আমজাদ খানের ছেলে ব্যবসায়ী রাজিব খানের পরিবারের লোকজন গত শনিবার সন্ধ্যার সময় পাশে মসজিদে ইসলামী জালসায় যায়। ওই সময় বাড়িতে রাজিব খানের দুই মেয়ে ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বকপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আশিক (১৯), বস্তকেদার গ্রামের বাবু আলীর ছেলে সজীব (২০) ও অজ্ঞাতনামা কয়েকজন মিলে বাড়িতে ঢুকে দুই মেয়েকে (স্কুল ছাত্রী) জিম্মি করে ভয় দেখিয়ে বাড়িতে রাখা নগদ ৭৫ হাজার টাকা ছিনতাই করে নেয়।
এ বিষয়ে মোহনপুর থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ এসআই মনিরুল ইসলাম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ