মোহনপুরে ৩৫ বোতল অ্যালকোহল সহ নারী গ্রেফতার

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০১৭, ১২:১৬ পূর্বাহ্ণ

মোহনপুর প্রতিনিধি



রাজশাহীর মোহনপুরে ৩৫ বোতল অ্যালকোহল (কর্ট) এক নারী ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে মোহনপুর থানায় স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলা সদর বাকশিমইল ইউনিয়নের করিশা গ্রামের শফিকুল ইসলাম চেরুর (৪০) স্ত্রী রিনা বেগম (৩২) দীর্ঘদিন ধরে নেশা জাতীয় কর্টের ব্যবসা করে আসছিল।
গতকাল রোববার মোহনপুর থানার এসআই মামুনার রশিদ ও আজম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শফিকুল ইসলামের চেরুর বাড়িতে অভিযান চালিয়ে ৩৫ বোতল কর্টসহ রিনা বেগমকে গ্রেফতার করে। পুলিশ দেখে শফিকুল ইসলাম চেরু বাড়ি থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, গ্রেফতারকৃত আসামি রিনা বেগমসহ তার স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে।