বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:রাজশাহীর মোহনপুরের সোনারপাড়ায় ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের সদস্যরা। সোমবার (৩ মার্চ) রাতে অভিযান চালিয়ে র্যাব পবা উপজেলার সবসার এলাকার শাহজাহানের ছেলে রানবীর জাহানকে (২৮) গ্রেফতার করে।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল সোনারপাড়া গ্রামস্থ ত্রিমোহনী বাজার থেকে ধোপাঘাটা বাজারগামী পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এসময় তার থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব। তার বিরুদ্ধে মোহনপুর থানায় মামলা হয়েছে।