মোহনপুরে ৯০ বস্তা পলিথিন জব্দ

আপডেট: অক্টোবর ২৮, ২০২৪, ৬:৩৭ অপরাহ্ণ

মোহনপুর প্রতিনিধি


মোহনপুরের হাটবাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার কেশরহাট বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার আয়শা সিদ্দিকা।



আদালত সূত্রে জানা গেছে, এসময় প্রশাসন গোপন তথ্যের ভিত্তিতে কেশরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ড ফুলশো গ্রামে তিন বাড়িতে অভিযান চালিয়ে মজুদকৃত ৯০ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এর পাইকারী ব্যবসায়ী কেশরহাটের মাসুদ রানা। পরে তাকে পাঁচশত টাকা করে আদায় করা হয়।

এর আগে সকাল ১০ টার দিকে কেশরহাট বাজারের কামার পট্টিতে মতিন নামের এক ব্যক্তির সরকারি জমিতে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতায় ছিলেন কেশরহাট ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাহাবুর উর রশিদ, থানা পুলিশসহ আনসার সদস্য।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা সাংবাদিকদের জানান, জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করে কেশরহাট বাজারে সরকারি জায়গায় দোকান করায় তা উচ্ছেদ করা হয়েছে। পরে ফুলশো গ্রামে অভিযান চালিয়ে মাসুদ রানার ৯০ বস্তা পলিথিন জব্দ করে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ