মোহনপুর উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

আপডেট: মে ১৩, ২০২৪, ৯:০০ অপরাহ্ণ

মোহনপুর প্রতিনিধি:


আসন্ন মেহনপুর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯ মে। সোমবার (১৩মে) ছিল প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ। অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের উপস্থিতিতে প্রতিক বরাদ্দ সম্পন্ন হয়। এতে চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন বকুল পেয়েছেন (আনারস) প্রতিক, আল মোমিন শাহ পেয়েছেন (কাপ-পিরিচ) প্রতিক, এনামুল হক পেয়েছেন (ঘোড়া) প্রতিক, মেহবুব হাসান রাসেল পেয়েছেন (দোয়াত-কলম) প্রতিক এবং আলমগীর মুরশেদ মোটরসাইকেল প্রতিক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে বিন বিল্লাহ পেয়েছেন (টিউবওয়েল) প্রতিক, হাবিবুর রহমান মিঠু পেয়েছেন (তালা) প্রতিক, মশিউর রহমান পেয়েছেন (উড়োজাহাজ) প্রতিক, আবদুর রউফ পেয়েছেন (টিয়াপাখি) প্রতিক এবং কবির হাসান (চশমা) প্রতিক পেয়েছেন।

নারী ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া খাতুন (কলস) প্রতিক, ডলি আক্তার (ফুটবল) প্রতিক, সানজিদা রহমান (প্রজাতি) প্রতিক, হাবিবা বেগম (পদ্মফুল) এবং শ্রীমতি পলি রানী (সেলাইমেশিন) প্রতিক পেয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ