মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বগ্রণের মাহফিল

আপডেট: জুলাই ১৩, ২০২৪, ১১:২০ অপরাহ্ণ

মোহনপুর প্রতিনিধি:


মোহনপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আফজাল হোসেন বকুলের দায়িত্বগ্রহণ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে (১৩জুলাই) মোহনপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।

খোন্দকার সামশুল আলমের অনুষ্ঠান পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, নারী ভাইস চেয়ারম্যান শেখ হাবিবা, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, বাকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি রুস্তম আলী প্রামাণিক, আওয়ামী লীগ নেতা অবসরপ্রাপ্ত অধ্যাপক আশরাফুল ইসলাম সুলতান, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলামসহ অনেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ