শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
মোহনপুর প্রতিনিধি :মোহনপুর থানায় কর্মরত এএসআই আখতারুল ইসলাম (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) হতে তিনি বুকে ব্যথা অনুভব করলে মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেন।
পরে ইসিজি প্রতিবেদনের পর দ্রƒত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর শুক্রবার (৯ ফেব্রƒয়ারি) রাত ৮টার দিকে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বাড়ি চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল সদর। তার মৃত্যুতে মোহনপুর থানা পুলিশের পক্ষ থেকে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান অফিসার ইনচার্জ ওসি হরিদাস মণ্ডল।