রবিবার, ২২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
মোহনপুর প্রতিনিধি:
মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজলা নির্বাহি অফিসার আয়শা সিদ্দিকা। অনুষ্ঠানে সর্বসাধারণের উদ্দেশ্য স্বাগত বক্তব্য দেন নব নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন বকুল, ভাইস চেয়ারম্যান বিন বেল্লাহ, নারী ভাইস চেয়ারম্যান হাবিবা খাতুন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জোবায়দা সুলতানা, থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডলসহ অনেকে। তবে অনুষ্ঠানে কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, ধুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম, রায়ঘাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু হোসেনসহ অন্যান্য ইউপি চেয়ারম্যানদের মঞ্চে উপস্থিত থাকতে দেখা যায়নি। এনিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।