শনিবার, ২১ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৭ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
কেশরহাট প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর প্রেসক্লাবের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মনোনয়ন জমাদান শেষে দুইটি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় দৈনিক সোনালী সংবাদের ভ্রাম্যমাণ প্রতিনিধি রফিকুল আলম সোহেলকে সভাপতি ও দৈনিক সানশাইনের মোহনপুর স্টাফ রিপোর্টার মশিউর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
মোহনপুর প্রেসক্লাব ভবনে গতকাল বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আহ্বায়ক ও দৈনিক সোনার দেশ পত্রিকার কেশরহাট প্রতিনিধি মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কেশরহাট পৌসভার মেয়র শহিদুজ্জামান শহিদ। বিশেষ অতিথি ছিলেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ। কাউন্সিলে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন দৈনিক যুগান্তরের তানোর প্রতিনিধি ইমরান হোসেন। মোহনপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আবদুল আওয়াল, শরিফুল ইসলাম, তোফাজ্জুল হোসেন, ফিরোজ আহমেদ, আতাউর রহমানন পলাশ, ওয়াজেদ আলী, মোস্তফা হোসেন প্রমুখ।