মোহাম্মদ আলী আরাফাত প্রতিমন্ত্রী হওয়ায় গ্রামের বাড়ি গোদাগাড়ীতে আনন্দ

আপডেট: জানুয়ারি ১১, ২০২৪, ৯:১৪ অপরাহ্ণ


গোদাগাড়ী প্রতিনিধি:


নতুন মন্ত্রীসভায় মোহাম্মদ আলী আরাফাত প্রতিমন্ত্রী হওয়ায় গ্রামের বাড়িতে আনন্দ চলছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের প্রেমতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা সেতাবউদ্দীনের ছেলে বিশিষ্ট শিক্ষাবিদ,গবেষক মোহাম্মদ আলী আরাফাত দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা -১৭ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়। বুধবার রাতে মোহাম্মদ আলী আরাফাতের মন্ত্রীসভায় অর্ন্তভুক্তির খবরে তার গ্রামের মানুষ মিষ্টি খেয়ে আনন্দ করে।

এ সময় তার পিতাকে মিষ্টি খাওয়ানো হয় বলে স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন নয়ন জানান। গোদাগাড়ীর প্রেমতলীতে শৈশব ও কৈশোর কাটানোর পর তার পিতার চাকরির সূত্রে ঢাকায় যায়। এরপর বিদেশে লেখাপড়া শেষে ২০০৫ সালে দেশে এসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। মোহাম্মদ আলী আরাফাত সময় পেলেই নিজ গ্রাম ঘুরতে আসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ