শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালকে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন প্রদান করায় আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। আনন্দ মিছিল শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি শাহীন আকতার রেণী। আরও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু। সমাবেশ শেষে উপস্থিত দলীয় নেতাকর্মীদের মিষ্টিমুখ করান মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী।
শাহীন আকতার রেণী বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালকে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন প্রদান করেছেন দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনা-কে প্রাণঢালা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। বিএনপি-জামায়াত যতই দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসবাদী কর্মকাণ্ড করুক না কেন, আমরা জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে রাজপথেই তাদের দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিবো।
উপস্থিত ছিলেন বাংলাদেশ আ’লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি ডাঃ তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, দফতর সম্পাদক মাহাবুব-উল-আলম, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যাম দত্ত, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ ডলার, সদস্য শাহাব উদ্দিন, এ্যাড. শামসুন্নাহার মুক্তি, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, আতিকুর রহমান কালু, হাফিজুর রহমান বাবু, আব্দুস সালাম, বাদশা শেখ, মোখলেশুর রহমান কচি, থানা আওয়ামী লীগের মধ্যে রাজপাড়া থানার সাধারণ সম্পাদক আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য ইপফাৎ আরা কামাল, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, জেলা শ্রমিক লীগ সভাপতি আব্দুল্লাহ খান, সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, নগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, মুকুল শেখ, নগর যুব মহিলা লীগ সভাপতি অ্যাড. ইসমত আরা, নগর ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ প্রমুখ।