মৌগাছি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আওয়ামীপন্থী সদস্যদের ষড়যন্ত্রের অভিযোগ

আপডেট: জুন ২১, ২০২৫, ১১:০০ অপরাহ্ণ

কেশরহাট প্রতিনিধি:


মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের বিরুদ্ধে অপসারণ চেয়ে আওয়ামীপন্থী ইউপি সদস্যরা ষড়যন্ত্রমুলকভাবে প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে দাবি জানিয়েছেন এলাকাবাসী। গত ১৫জুন মৌগাছি ইউপির ওয়ার্ড সদস্য কামাল হোসেন, ওয়ার্ড সদস্য একরাম আলী, ওয়ার্ড সদস্য নাসির উদ্দীন,ওয়ার্ড সদস্য জালাল মন্ডল, ওয়ার্ড সদস্য মোজাফফর হোসেন অভিযোগটি দায়ের করেন। এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।

অভিযোগ সূত্রে জানা গেছে,মেজর আলী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর ট্রেড লাইসেন্স, ওয়ারিশান সনদ, ট্যাক্স, গোপালপুর দিঘির ইজারার টাকা, দোকান ঘরের ভাড়ার টাকা আত্মসাতসহ নানা ধরণের অনিয়মে জড়িয়ে পড়েছেন। এজন্য ওইসকল ইউপি সদস্যরা চেয়ারম্যানের অপসারণ চান।

স্থানীয়রা জানান, এধরণের অভিযোগ চক্রান্তের অংশ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস আওয়ামী লীগের আমলে নির্বাচিত বিএনপিপন্থী ওয়ার্ড সদস্য নির্বাচিত হন। বর্তমান তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোণিত হয়েছেন। সেসময় আওয়ামীপন্থীরাই অধিকাংশ ওয়ার্ড সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমান প্রেক্ষাপটে তিনি সঠিক ভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসলেও আওয়ামীপন্থী ওয়ার্ড সদস্যরা আওয়ামীপন্থী পলাতক চেয়ারম্যান আল আমিন বিশ্বাসের সঙ্গে যোগসাজসের মাধ্যমে এধরণের ষড়যন্ত্রমুলক কার্যক্রম চালাচ্ছেন। এতে নাগরিক সেবা বিঘিœত হচ্ছে বলেও দাবী করেন তারা।

এছাড়াও স্থানীয়রা আরো জানায়, বিগত দিনে তারা আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান আল আমিন বিশ্বাসের সাথে যোগসাজস করে পরিষদের নিভন্ন বরাদ্দ ও ভাতাভুগিদের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা গ্রহণ করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের কাছ থেকে না পেয়েই হয়তো তারা এধরণের ষড়যন্ত্রে লিপ্ত চালিয়ে আসছেন।

মৌগাছি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস বলেন, আমি অনিয়ম করে কাউকে কোনো সুবিধা না দেয়ার কারণে এধরণের চক্রান্ত। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পর উর্ধ্বতন কর্মকর্তারাগণ পরিষদের কার্যক্রম পরিদর্শনে এসে সন্তুষ্ট প্রকাশ করেছেন। অভিযোগ তদন্ত হলে সকল সত্য উন্মোচিত হবে।তার বিরুদ্ধে ফেসবুক পেইজে মিথ্যাচারকারিদের বিরুদ্ধে আইনগত ভাবে ব্যাবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ