যতেœ রাখুন মেকআপ ব্রাশ

আপডেট: জুলাই ৩০, ২০১৭, ১:৪৮ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


নিজেকে সুন্দর করে তুলতে মকেআপরে জুড়ি নইে।  মেকআপ করতে দরকার হয় নানা ধরনরে ব্রাশের। এই ব্রাশগুলোরও কিন্তু পরির্চযার প্রয়োজন। ব্রাশ ব্যবহারের পর যদি সেগুলোর যতœ নেওয়া না হয়, তবে সেটি ত্বকের জন্য ক্ষতকির হতে পারে।  মেকআপে আই ব্রাশ, লিপ ব্রাশ, স্পঞ্জ ব্রাশ, সোজা কনসলিার ব্রাশ এ রকম নানা ধরনের ব্রাশ ব্যবহার হয়।  যেহতেু মেকেআপ ব্রাশ ত্বকের ওপর ব্যবহার করা হয়, তাই এটি পরিষ্কার করা ও যতœ করতে হয়। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে আপনার শখের মেকআপ ব্রাশ যতেœ রাখবেন।
মেকআপ ব্রাশ যতেœœর নিয়ম :
হালকা কুসুম গরম পানির মধ্যে ব্রাশগুলো কয়েক মিনটি ভিজিয়ে রাখুন।
এখন কয়েক ফোঁটা শ্যাম্পু অথবা  বেবি শ্যাম্পু দিতে পারেন, এতে ব্রাশে জমে থাকা ময়লাগুলো সহজে  বের হয়ে যাবে।
ব্রাশরে মাথায়  লেগে থাকা ময়লাগুলো ঘষে তুলুন।
ব্রাশের পানি ঝরিয়ে রাখবেন, নয়তো ভেতরের ময়লা ও ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর হবে না। এরপর শুকনো কাপড় দিয়ে মুছে রাখুন। সপ্তায় একবার করে হলেও নিয়মিত আপনার মেকআপ ব্রাশ পরিষ্কার রাখুন এবং  মেকআপ ব্রাশগুলো আলাদা ব্যাগে রাখুন, তাহলে  দেখবেন, ধুলোবালি ও জীবাণু  থেকে মুক্ত থাকবে ব্রাশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ