যথাযথ মর্যাদায় শহিদ রাসিকের বুদ্ধিজীবী দিবস পালন

আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


রাজশাহী সিটি কর্পোরেশন যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পুস্পস্তবক অর্পণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এনডিসি।।খবর বিজ্ঞপ্তির।

এরপর রাসিকের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, কর্মকর্তাবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে শহিদদের আত্মার শান্তি কামনা করে সকল মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

পুস্পস্তবক অর্পণকালে রাসিকের সচিব মো. মোবারক হোসেন, দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর মো. সানাউল্লাহ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএফএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ, রাজস্ব কর্মকর্তা মো. সারওয়ার হোসেন, প্রধান কর নির্ধারক গোলাম রব্বানী, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহমেদ, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মো. মহিউদ্দিন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, জনসংযোগ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ফুড এন্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হক, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, সিসিডিও আজিজুর রহমান, নিরাপত্তা কর্মকর্তা মো. মতিউর রহমান, ভান্ডার কর্মকর্তা আহসানুল হাবিব খোকন, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন, মনিটরিং কর্মকর্তা জুবায়ের হোসেন মুন, মনিটরিং কর্মকর্তা শাহরিয়ার রহমান জিতু।

কর্মচারী ইউনিয়নের পক্ষে পুষ্পস্তবক অর্পণকালে রাসিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. শাকিল, সাবেক যুগ্ম সম্পাদক মো. সানারুল ইসলাম ছবি, সাবেক দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হোসেন মাকু, সাবেক সদস্য মো. সেকেন্দার আলী, মো. নাদিম, মো. সালাউদ্দিন, আতিকুর রহমান বাবু, মো. রাশিদ খাঁন, তপন, বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী ও ওয়ার্ডের সচিবগণ উপস্থিত ছিলেন।

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ