যমুনার চরে যাত্রার প্যান্ডেল পুড়িয়ে দিলো পুলিশ

আপডেট: ডিসেম্বর ৫, ২০২৪, ৮:৫৭ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


জামালপুরের ইসলামপুরে যমুনার দুর্গম চরে একটি যাত্রার প্যান্ডেল পুড়িয়ে দিয়েছে পুলিশ। অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে এমনটি করা হয়েছে বলে জানান এলাকাবাসী।

তারা জানান, যমুনার দুর্গম চর ইসলামপুর উপজেলাসংলগ্ন সারিয়াকান্দি সীমানা টগারচর এলাকায় প্রতিরাতে যাত্রার নামে ‘অসামাজিক’ কার্যকলাপের খবর পায় পুলিশ। এ খবরে জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে যাত্রার প্যান্ডেল পুড়িয়ে দেয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফের নেতৃত্বে পুলিশের একটি টিম।

এ ব্যাপারে ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান, দুর্গম চর এলাকার যমুনা নদীর মধ্যবর্তী স্থানে টগারচর এলাকায় অশ্লীল নৃত্য, অসামাজিক কার্যকলাপের জন্য নির্মিত যাত্রা প্যান্ডেল এবং স্টেজ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version