যাত্রাবাড়ীতে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে ছুরিকাঘাত

আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ১২:১০ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদে দায়িত্বরত অবস্থায় আশরাফ আলী (৪৭) নামে এক ট্রাফিক পুলিশকে ছুরিকাঘাত করা হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, যাত্রাবাড়ীর সায়দাবাদ জনপদ মোড়ে ওয়ারী ট্রাফিক বিভাগের কনস্টেবল আশরাফ আলী দায়িত্ব পালন করছিলেন।

এমন সময় সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
তথ্যসূত্র: রাইজিংবিডি

এ বিভাগের অন্যান্য সংবাদ