যাত্রা শুরু হলো রাবি চলচ্চিত্র আর্কাইভের || সভাপতি বকুল ও সম্পাদক অনির্বাণ

আপডেট: আগস্ট ২, ২০১৭, ১:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম চলচ্চিত্র আর্কাইভের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো। ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র আর্কাইভ’ (আরইউএফএ) নামের এই আর্কাইভে দেশ-বিদেশের কালজয়ী চলচ্চিত্রসহ সাম্প্রতিক নানা চলচ্চিত্রের সিডি-ডিভিডি-হার্ডড্রাইভ কপি, চলচ্চিত্রবিষয়ক পোস্টার, চলচ্চিত্রবিষয়ক নানা বই, পত্রপত্রিকা-জার্নাল সংরক্ষিত থাকবে। পাশাপাশি এই আর্কাইভে রাজশাহীসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় স্থানীয়ভাবে নির্মিত চলচ্চিত্রের কপি সংরক্ষিত থাকবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (রাবিচস) একটি সহযোগী সংগঠন হিসেবে কয়েক মাস আগে এই আর্কাইভ গড়ে তোলার কাজ শুরু হয়। সকল প্রস্তুতি শেষে গতকাল মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের চতুর্থ তলায় রাবিচসের কার্যালয়ে এই ফিল্ম আর্কাইভের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার রাবিচসের সভায় এই ফিল্ম আর্কাইভের সাত সদস্যের ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়। রাবিচসের প্রতিষ্ঠাতা-সভাপতি ও রাবির সাংবাদিকতা বিভাগের শিক্ষক, চলচ্চিত্র নির্মাতা ড. সাজ্জাদ বকুল এই আর্কাইভের সভাপতি এবং রাবিচসের সাংগঠনিক সম্পাদক ও রাবির মার্কেটিংয়ের শিক্ষার্থী মো. ইমরুল কায়েস অনির্বাণ সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। কমিটির সদস্য মনোনীত করা হয় রাবির শিক্ষার্থী ও রাবিচসের সহ সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সাকিবুর রহমান, প্রকাশনা সম্পাদক আল শাহরিয়ার সুমন, সদস্য শম্পা বিশ্বাস, সাব্বিরুল ইসলাম শিমুলকে। দুই বছরের জন্য এই কমিটি গঠিত হয়।
ফিল্ম আর্কাইভ গঠনের প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. সাজ্জাদ বকুল বলেন, ফিল্ম সোসাইটি আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো ভাল ছবি দেখা ও অন্যদের দেখতে উৎসাহিত করা। যদিও এখন ইন্টারনেট-ইফটিউবের যুগ, সেখানেই প্রচুর ফিল্ম পাওয়া যায়। কিন্তু নবীন চলচ্চিত্রকর্মী তথা শিক্ষার্থীদের পক্ষে সেখান থেকে বাছাই করে বিশ্বের ক্লাসিক মর্যাদাপ্রাপ্ত চলচ্চিত্র দেখা ও বোঝা অনেক সময়ই কঠিন হয়ে পড়ে। এই অভাব পূরণের অংশ হিসেবেই এই ফিল্ম আর্কাইভ গড়ে তোলা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ যে কেউ এই আর্কাইভে সদস্য হয়ে বাছাইকৃত চলচ্চিত্র কপি করে নিতে পারবেন। এ ছাড়া এখানে সংরক্ষিত বই-পত্রপত্রিকাও নিয়মমাফিক সংগ্রহ করতে পারবেন।
সাজ্জাদ বকুল আরও বলেন, ডিজিটাল প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে রাজশাহীসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নবীন চলচ্চিত্রকাররা এখন নিয়মিত চলচ্চিত্র নির্মাণ করছেন। সংরক্ষণের অভাবে সেগুলো হারাতে বসেছে। এই ফিল্ম আর্কাইভে সেসব চলচ্চিত্র সংরক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ের চলচ্চিত্র গবেষকদের জন্য উপকরণ সরবরাহ করাও সম্ভব হবে। এ ছাড়া স্থানীয়ভাবে নির্মিত চলচ্চিত্র আদান-প্রদানের মাধ্যমে নবীন চলচ্চিত্রকর্মীরা নিজেদের মানের উন্নয়ন ঘটাতে পারবেন।
উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে নির্মিত চলচ্চিত্রগুলোর কপি এই আর্কাইভে জমাদানের জন্য ড. সাজ্জাদ বকুল অনুরোধ জানান। প্রয়োজনে এই ফোন নম্বরগুলোতে যোগাযোগ করা যেতে পারে: ০১৭৫৫৪৯৭৩৬৩ (অনির্বাণ), ০১৭০৩৩৭০০৩৭ (নাজমুল), ০১৭৪৭৭৬৭০৪৫ (সাকিব) ও সুরঞ্জিত (০১৭৮১৯৩৭৩০১)।

এ বিভাগের অন্যান্য সংবাদ