মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
সালটা ২০১৭। ট্রেন যাত্রার সময়ে খোয়া গিয়েছিল যাত্রীর মালপত্র। মালপত্র ফেরৎ না পাওয়া গেলেও, প্রায় ৭ বছর পর রেলকে দিতে হল মোটা টাকা। এনসিডিআরসি রেলকে নির্দেশ দিল, ওই যাত্রীকে মোটা অঙ্কের টাকা দিতে।
ওই যাত্রী মালপত্র খোয়া যাওয়ার ঘটনায় অভিযোগ দায়ের করলেও রেল একগুচ্ছ বিষয়ে তর্ক জুড়েছিল। তবে রেলের যুক্তি খারিজ করে দিল এনসিডিআরসি। ওই যাত্রী নিজের মালপত্রের যথেষ্ট খেয়াল রাখার পরেও এই ঘটনা ঘটে বলে সাফ জানিয়েছিলেন যাত্রী।
অন্যদিকে এই ঘটনায় রেলওয়ের যুক্তি ছিল, যতক্ষণ না কেউ এই বিষয়ে নির্দিষ্ট রশিদ না দিচ্ছে রেল, ততক্ষণ পর্যন্ত মালপত্রের সব দায় যাত্রীর।
মালপত্র খোয়া যাওয়ার এই ঘটনা ঘটে ২০১৭ সালের ৯ মে। দিলীপ কুমার চতুর্বেদী তাঁর পরিবার নিয়ে অমরকণ্টক এক্সপ্রেসে যাত্রা করেছিলেন।
তিনি রেলওয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন, নগদ টাকা, মালপত্র-সহ প্রায় সাড়ে নয় লক্ষ টাকার জিনিস খোয়া যায়। একাধিক জায়গায় অভিযোগ দায়েরের পরেও সুরাহা না হওয়ায়, চতুর্বেদী এনসিডিআরসি-র কাছে অভিযোগ দায়ের করেন
। দু’ পক্ষের বক্তব্য শোনার পরেই এনসিডিআরসি রেলকে বিপুল অঙ্কের টাকা চতুর্বেদীকে দেওয়ার নির্দেশ দেয়।
তথ্যসূত্র: আজকাল অনলাইন