শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২ কেজি ৬ গ্রাম স্বর্ণ উদ্বার করেছে ঢাকা কাস্টম হাউস। মাসুদ আহমেদ চৌধুরী নামের ওই যাত্রীর শার্টের কফলিনে ১০,কলারে ৮ ও পেট থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয় বলে জানান ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) শহিদুল ইসলাম। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে মাসুদ আহমেদ চৌধুরী মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসেন।
শহিদুল ইসলাম বলেন, ‘আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে মাসুদ আহমেদ চৌধুরী মালয়েশিয়া হতে মালিন্দো এয়ারলাইন্সে বাংলাদেশে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেনে তাকে স্বর্ণ বহনের কথা জিজ্ঞাসা করলে তিনি তা অস্বীকার করেন। পরে শরীর তল্লাশী করে তার পরিহিত শার্টের কফলিনের ভেতরে ১০ পিস এবং কলারের ভেতর থেকে ৮ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। কিন্তু এতেও সন্দেহ দূর হয় না। পরে তাকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে এক্সরে করলে তার রেক্টমে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। এরপর বিমানবন্দরের টয়লেটে নিয়ে তার রেক্টম থেকে ৮টি স্বর্ণ বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ২৬শ’ গ্রাম (২৬ পিস), যার মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার বলেন, ‘মাসুদ আহমেদ চৌধুরীর গ্রামের বাড়ি কুমিল্লা। জিজ্ঞাসাকালে জানিয়েছেন পেশায় তিনি একজন ব্যবসায়ী। বিমান অবতরণের আধাঘণ্টা আগে তিনি স্বর্ণের ৮টি বার রেক্টমে প্রবেশ করান। ফৌজদারি মামলা দায়েরের পর তাকে থানায় সোপর্দ করা হবে।’
তথ্যসূত্র: বিডিনিউজ