যীশুখ্রিষ্টের আসল নাম জানেন? শুনলে অবাক হবেন আপনিও

আপডেট: জানুয়ারি ২২, ২০২৫, ১:২২ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


যীশুখ্রিস্ট এক যুগাবতার। তাঁকে ঘিরে নানা কাহিনি নানা সময়েই শোনা যায়। বিভিন্ন সময়ে এই ধর্মগুরুকে ঘিরে জড়িয়ে রয়েছে বিভিন্ন মিথ। কিন্তু তাঁর আসল নাম কি জানেন? এবার সামনে এল তাঁর আসল নাম। শুনে অবাক হয়ে যাবেন আপনিও। ইয়েশু নাজেরিন হল তাঁর প্রকৃত নাম।

যীশু যেখানে থাকতেন, সেখানে ইংরেজি ভাষার চল ছিল না। সেখানকার মানুষজন কথা বলতেন কেবলমাত্র আরামাইক ভাষায়। তাই তাঁর নামের পিছনে সেই ভাষার অবদান রয়েছে। পরবর্তী সময়ে যীশু বড়ো হয়েছিলেন সম্ভবত গ্যালিলের নাজারেথ অঞ্চলে। সেই অঞ্চলে ইহুদি জনগোষ্ঠীর মধ্যে আরামাইক ছিল নিজেদের মধ্যে কথাবার্তা আদানপ্রদানের ভাষা।

খ্রিস্টানদের ধর্মগুরু হিসেবে বলা হয়ে থাকে যীশুখ্রিস্টকে। এই যীশুখ্রিস্টের খ্রিস্ট নামের অর্থ বলতে বোঝায় ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তিকে। প্রশ্ন আসে, ইয়েশু নাজেরিন কীভাবে যীশু হলেন? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যখন নিউ টেস্টামেন্ট গ্রিক ভাষায় অনুবাদ করা হয় তখন ধ্বনিগত সমস্যার কারণে সেই নামটি উচ্চারণ করা যায়নি।

সেই নামটি ইয়েশুকে লেসাস বলে পরিচিত করে। সেই প্রথম বিকৃতি। এরপর নিউ টেস্টামেন্ট যখন ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয় তখন লেসাসকে লেসুস হিসেবে তুলে ধরা হয়। এর পরবর্তী সময়ে ১৭ শতকে জে ধ্বনির ব্যবহার দেখা যায়। সেটাই পরবর্তীতে যীশু নামে পরিচিত হয়।

যীশু সম্পর্কে আরও অনেক কথা শোনা যায়। তার মধ্যে সবচেয়ে আশ্চর্যের তাঁর জন্মদিন। যীশুখ্রিস্ট ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেননি। এটা শুনলে অবাক লাগলেও এটাই ঘটেছে বাস্তবে। পুঁথি বলছে, পোপ জুলিয়াস নিজের সুবিধার্থে চতুর্থ শতাব্দীতে এই তারিখ বেছে নেন।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ