যুক্তরাষ্ট্রের চার রাজ্যে ঝড়ে ১৫ জনের মৃত্যু

আপডেট: মে ২৭, ২০২৪, ৯:১৬ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:


যুক্তরাষ্ট্রের টেক্সাস, আরকানসাস ও ওকলাহোমা এবং কেনটাকিতে শক্তিশালী ঝড়ে কম-পক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো কয়েকজন। রবিবার (২৬ মে) আঘাত হানা টর্নেডো এবং ঝড়ে এসব রাজ্যের বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। কয়েক হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শক্তিশালী টর্নেডোর আগাতে সবচেয়ে ক্ষয়-ক্ষতি হয় টেক্সাস রাজ্যে। কুক কাউন্টিতে একই পরিবারের ৩জনসহ অন্তত ৭জন নিহত হয়। আহত হয়েছে শতাধিক।
টেক্সাসের গভর্নর গ্রেগ-অ্যাবট বলেছেন, তার রাজ্যের সমস্ত কাউন্টির এক ৩য়াংশের বেশি এলাকায় দুর্যোগ ঘোষণা করা হয়।

ঝড়ের পর ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্তীর্ণ এলাকার প্রায় ২শো টি ঘরবাড়ি ও ১২০টি অন্যান্য ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যানবাহনের ক্ষতি হয়। গাছ উপড়ে পড়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত ২০ হাজার ঘরবাড়ি।

আরকানসাস রাজ্যে পাঁচজন নিহত হয়েছে। ঝড়ে গাছপালা উপড়ে এখানকার বেশিরভাগ রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায়, অন্ধকারে বসবাস করছেন অনেক মানুষ।
ঝড়ে ওকলাহোমায় দুইজন ও কেন্টাকিতে একজন নিহত হয়েছে। শনিবার রাতে শক্তিশালী টর্নেডো আঘাত হানে ওকলাহোমায়। রবিবার কেনটাকির লুইসভিলে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে গাছ ভেঙে একজন মারা যায়।

এছাড়া চলতি বছর ১ জুন হতে যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে একাধিক আটলান্টিক-হ্যারিকেন বয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া-অফিস।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version