যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের হ্যাঙ্গার ধসে তিনজন নিহত, আহত ৯

আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৪, ১:২৮ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :যুক্তরাষ্ট্রের আইডাহো রাজ্যের রাজধানী বোসিতে বোয়েস বিমানবন্দরে একটি নির্মাণাধীন হ্যাঙ্গার ধসে ৩ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।
স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় সিবিএস নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার বিকেল ৫টায় এই দুর্ঘটনা ঘটে। বোয়েস দমকল বিভাগ জানায়, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।
দমকল বিভাগ এক বিবৃতিতে বলেছে, নিহত ৩ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। একাধিক ক্ষতিগ্রস্তকে উদ্ধার করা হয়েছে।

কী কারণে ধসের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছেন কর্তৃপক্ষ। এটি জ্যাকসন জেট সেন্টারের পাশের ঘটনা, যেখানে ব্যক্তিগত বিমান চার্টারও রক্ষণাবেক্ষণ করা হয়।
সিবিএস নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঠিকাদার প্রতিষ্ঠান বিগ ডি বিল্ডার্স জ্যাকসন জেট সেন্টারের জন্য ৩৯ হাজার বর্গফুটের হ্যাঙ্গার নির্মাণের কাজ পেয়েছিল। দুর্ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির মন্তব্য পাওয়া যায়নি।
সেন্টারের সিইও জেসিকা ফ্লিন এক বিবৃতিতে বলেন, এই ভয়ঙ্কর দুর্ঘটনা আমাদের ব্যথিত করেছে।
তথ্যসূত্র: রাইজিংবিডি