যুক্তরাষ্ট্রে ৫০ টি শহরে আইনি সহায়তা কেন্দ্র খুললো মেক্সিকো

আপডেট: মার্চ ৬, ২০১৭, ১২:০৫ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


নাগরিকদের কঠোর অভিবাসন প্রক্রিয়া থেকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রের ৫০ টি শহরের কনস্যুলেটে আইনি সহায়তা কেন্দ্র খুলেছে মেক্সিকো।
বিষয়টি নিশ্চিত করেছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিদেগারে। তিনি যুক্তরাষ্ট্রে মেক্সিকানদের মানবাধিকার নিয়ে আবারো শঙ্কা প্রকাশ করেন। তবে অভিবাসী রক্ষা কেন্দ্রগুলো ‘অবৈধতাকে প্রশ্রয়’ দেবে না বলে জানান তিনি।
গতমাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিধিমালা স্বাক্ষর করেছেন, মেক্সিকান নাগরিকদের ওপর তার প্রভাব নিয়ে চিন্তিত মেক্সিকো সরকার।
অবৈধ অভিবাসীদের দেশ থেকে বিতাড়িত করার জন্য ফেডারেল এজেন্টদের তিনি স্থানীয় পুলিশ এবং অভিবাসন কর্মকর্তাদের সাথে একসাথে কাজ করার নির্দেশ দেন। যেসব মেক্সিকানরা যুক্তরাষ্ট্রে বছরের পর বছর বসবাস করছে তাদের সামনে এখন দীর্ঘ ও ব্যয়বহুল আইনি লড়াই এবং দেশ থেকে বিতাড়নের সম্ভাবনা তৈরি হয়েছে।
মেক্সিকোর যে নাগরিকরা মনে করবেন যে তাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে, তাদেরকে নতুন আইনি কেন্দ্রগুলো বিনামূল্যে আইনি সহায়তা দেয়া হবে।- বিবিসি বাংলা

এ বিভাগের অন্যান্য সংবাদ