যুদ্ধবিরতি আলোচনা বিফলে, রাফায় ইসরায়েলি হামলা

আপডেট: মে ১০, ২০২৪, ৫:৩৯ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


গাজায় ইসরায়েলি হামলা বন্ধে মিসর ও কাতারের মধ্যস্ততায় চলা যুদ্ধবিরতির আলোচনা কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে। ফলে ইসরায়েলি বাহিনি রাফায় নতুন করে বোমাবর্ষণ শুরু করেছে।

রাফার অধিবাসীরা বলেন, বৃহস্পতিবার রাতে শহরের একটি মসজিদের কাছে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। সাবরা এলাকায় দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে আল-মুজাহেদিন ব্রিগেডের এক জ্যেষ্ঠ কমান্ডার ও তার পরিবার এবং গ্রুপের আরেক নেতার পরিবার রয়েছেন বলে জানা গেছে। খবর আল জাজিরা, রয়টার্স

অন্যদিকে হামাস ও ইসলামিক জিহাদ বলেছে, তাদের যোদ্ধারা শহরের পূর্ব উপকণ্ঠে ইসরায়েলি ট্যাংকগুলোতে ট্যাংক-বিধ্বংসী রকেট এবং মর্টার নিক্ষেপ করেছে।

ইসরায়েলি হামলার কারণে লাখ লাখ গাজাবাসী বর্তমানে রাফাতে আশ্রয় নিয়েছেন। চলমান যুদ্ধে গাজা ভূখণ্ডের বেশিরভাগ অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েল বলেছে, বর্তমানে হামাস যোদ্ধারা রাফাতে লুকিয়ে আছে।

এদিকে রাফায় হামলা করলে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করার যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট বাইডেন দিয়েছেন তা প্রত্যাখ্যান করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, যদি আমাদের প্রয়োজন হয়, আমরা আমাদের নখ দিয়ে লড়াই করব।
তথ্যসূত্র: বাংলানিউজ

 

এ বিভাগের অন্যান্য সংবাদ